তারকেশ্বরে জমজমাট মিলন মেলা ও নৃত্য উৎসবের সূচনা
সৌরভ আদক, তারকেশ্বর, সিঙ্গুর টিভি নিউজ : তারকেশ্বরে সাংবাদিক সম্বর্ধনার মধ্য দিয়ে শুরু হল মিলন মেলা ও নৃত্য উৎসব। মঙ্গলবার থেকে সাহাপুর ফুটবল মাঠে এই মেলার সূচনা হয়েছে। বইমেলা শেষ হতেই পরপর দ্বিতীয় সাংস্কৃতিক আয়োজনে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে তারকেশ্বর।
পৌর কাউন্সিলর প্রদীপ সাহার নিজস্ব ড্যান্স একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই মিলন মেলা এবছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু, কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্র নাথ সামুই, পুতুল ভট্টাচার্য, অনুপ পণ্ডিতসহ এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী মলয় ঘোষ ও আরও বহু গণ্যমান্য ব্যক্তি।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু। এরপর মঞ্চে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়।
আয়োজক মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মিলন মেলা। খাবার, জামাকাপড়, প্রসাধনীসহ নানান স্টল ছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে নাগরদোলা। প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে সংগীত অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনা।
মেলার উদ্দেশ্য, আয়োজন ও বিশেষ আকর্ষণ সম্পর্কে কি জানালেন পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু এবং প্রধান উদ্যোক্তা প্রদীপ সাহা।




