কল্পতরু উৎসবে চন্ডীতলা নগর ইউনিটের বুক স্টল | জনাই পঞ্চবটি তলা
কল্পতরু উৎসবে চন্ডীতলা নগর ইউনিটের উদ্যোগে দু’দিনের বুক স্টল জনাই পঞ্চবটি তলায়
জনাই, চন্ডীতলা : কল্পতরু উৎসব উপলক্ষে জনাই পঞ্চবটি তলায় দু’দিন ব্যাপী চন্ডীতলা নগর ইউনিটের উদ্যোগে আয়োজিত হল একটি বুক স্টল। উৎসবমুখর পরিবেশে পাঠক ও সাধারণ মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
বুক স্টলের প্রথম দিনে উপস্থিত ছিলেন ABVP দক্ষিণবঙ্গ রাজ্য সম্পাদক নীলকান্ত ভট্টাচার্য মহোদয়। এছাড়াও জেলা সহ-সংযোজক সাগর দলুই উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
দ্বিতীয় দিনে বুক স্টলে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের চন্ডীতলা খণ্ডের বিশিষ্ট ব্যক্তি পল্টুদা। তাঁর উপস্থিতি ও বক্তব্য উপস্থিত কর্মী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করে।
সমগ্র কর্মসূচিতে চন্ডীতলা নগর ইউনিটের সহযোদ্ধারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ও আদর্শিক চেতনা ছড়িয়ে দিতে এই বুক স্টল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত স্থানীয়দের।






