শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষে বই–পুষ্পের উৎসব, কোন্নগরে ১৯তম বইমেলা ও পুষ্পমেলার শুভ সূচনা
কোন্নগরে ১৯তম বইমেলা ও পুষ্পমেলার শুভ সূচনা, উদ্বোধনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, কোন্নগর:
কোন্নগর পৌরসভার উদ্যোগে সাহিত্য ও সংস্কৃতির মিলনমঞ্চে পরিণত হল শহর। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মদিবস স্মরণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হল কোন্নগরের ১৯তম বইমেলা ও পুষ্পমেলা। শোভাযাত্রার মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক প্রবীর ঘোষাল, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, কোন্নগর পৌরসভার চেয়ারম্যানসহ পৌরসভার সমস্ত জনপ্রতিনিধি ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
উদ্বোধনী ভাষণে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বই মানুষের মনন গঠনের প্রধান হাতিয়ার এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজও সমাজের প্রতিটি স্তরে সমানভাবে প্রাসঙ্গিক। মেলার শুরুতে শোভাযাত্রায় শহরের নানা প্রান্ত থেকে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিচর্চাকারীদের অংশগ্রহণে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
বইয়ের স্টলের পাশাপাশি পুষ্পমেলায় বাহারি ফুলের সম্ভার দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মেলা চলাকালীন সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।






