৪র্থ বর্ষে নেতাজী সেবা সংঘের কালীপুজো
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভ ডেস্ক, উত্তরপাড়া :
জিটিরোড সংলগ্ন “উত্তরপাড়ায়”,
আজ, ধনতেরাসের সন্ধ্যায়, ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে ঐতিহ্যবাহী ১২ হাত উচ্চতার নয়নাভিরাম শ্যামা মায়ের পূজা সূচনা করলেন প্রখ্যাত সমাজসেবী অধ্যাপক ডঃ রজত চ্যাটার্জী।
এদিন নেতাজী সংঘের পুজোর উদ্বোধন এর পাশাপাশি গত ১৪ই সেপ্টেম্বর এ অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
প্রায় ১০০ জন প্রতিভাবান
তরুণ-তরুণী দের পুরস্কার বিতরণও করা হয়।


