দাদপুর থানার ব্যবস্থাপনায় রাত্রিকালীন নাকা চেকিং
সৌরভ আদক, দাদপুর, হুগলী: হুগলী গ্রামীণ জেলা পুলিশের অধিনস্ত দাদপুর থানা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমস্ত অপরাধ দমন করার জন্য মধ্যরাত্রিতে দাদপুর থানারতরফ থেকে বিশেষ বাহিনী সহযোগে হাইরোড লাগোয়া ১৭ -১৮নং বাসরুটের ওপরে নাকা চেকিং।





