পুরশুড়া টোল প্লাজায় কড়া নাকা চেকিং, মদ্যপ ড্রাইভিংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স
পুরশুড়া | হুগলি| সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক:
সড়ক দুর্ঘটনা রুখতে ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে পুরশুড়া টোল প্লাজায় বড়সড় নাকা চেকিং অভিযান চালাল পুলিশ। আরামবাগ মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এবং পুরশুড়া থানার আইসির উপস্থিতিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এদিন মূলত মদ্যপ অবস্থায় গাড়ি ও বাইক চালানো রোধে ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে চালকদের পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১০০ শতাংশ গাড়িচালকই সচেতন ছিলেন। তবে স্বল্প সংখ্যক বাইক আরোহী মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন।
আইন অনুযায়ী অভিযুক্ত বাইক আরোহীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের এই কড়া পদক্ষেপে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে।
নাকা চেকিং অভিযানে উপস্থিত ছিলেন পুরশুড়া থানার এসআই বিজয় পাল, রাহুল ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে আগামীতেও এই ধরনের অভিযান চলবে।




