রেলপথ চাই বিদ্যাসাগরের মাটি
সুমন পাত্র-পশ্চিম মেদিনীপুর : অ, আ, ই, ঈ, ক, খ, গ, ঘ, কি ভাবছেন আপনাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়াতে এসেছি না না আমি বিদ্যাসাগরের কথা বলছি। হ্যাঁ, সেই বিদ্যাসাগর যিনি ঘাটালের বীরসিংহের মাটিতে জন্মেছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলার সেই বীরসিংহের ঘাটাল আজও ট্রেনে চাপতে তারা পার করে ৪২ কিলোমিটার রাস্তা। বিদ্যাসাগর গঙ্গা সাঁতরে পার হয়েছিলেন। ঘাটালের মানুষ শিলাবতী এবং দ্বারকেশ্বর সেতুতে পার হলে তবে ট্রেনে চাপতে পারেন।
তাই এবার ঘাটালের মানুষ একত্রিত হয়ে বিদ্যাসাগর রেলপথ মিশন কর্মসূচি শুরু করল। চন্দ্রকোনা, খড়ার, ঘাটাল, দাসপুর এলাকার জন্য সাংগঠনিক পদাধিকারীদের নির্বাচন সহ নেওয়া হলো একগুচ্ছ পদক্ষেপ। আগামী দিনে ঘাটাল বিভিন্ন সম্ভাবনাময় রেল প্রকল্পের মাধ্যমে যুক্ত হতে পারে। সেগুলি নিয়েই আলোচনা হয়।
সম্ভাবনাময় রেললাইন গুলি হলো
১) ঘাটাল আমতা ভায়া চাঁইপাট রেল প্রকল্প
২) ঘাটাল আরামবাগ ভায়া গৌড়হাটি রেল প্রকল্প
৩) ঘাটাল কামারপুকুর ভায়া রামজীবনপুর রেল প্রকল্প
৪) ঘাটাল চন্দ্রকোনা রোড ভায়া ক্ষীরপাই রেল প্রকল্প
৫) ঘাটাল পাঁশকুড়া ভায়া দাসপুর রেল প্রকল্প
৬) ঘাটাল ডানকুনি ইস্ট-ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর ভায়া উদয়নারায়নপুর রেল প্রকল্প
৭) ঘাটাল খড়গপুর ভায়া কেশপুর ইস্ট ওয়েস্ট ডেডিকেটেড ফ্রেট করিডর রেল প্রকল্প
এছাড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘাটাল লোকসভার উপর দিয়ে যাবে মোর গ্রাম খড়গপুর এক্সপ্রেসওয়ে ও মেছোগ্রাম বর্ধমান হাইওয়ে। তাই এই কর্মসূচির সফল রূপায়ণ যে আগামী দিনে ঘাটাল কে এক আলাদা রূপদান করবে সে কথা বলার অপেক্ষায় রাখে না।