আটিসাড়ায় নতুন ঢালাই রাস্তার উদ্বোধন, খুশি এলাকাবাসী
সিঙ্গুর, হুগলি:
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা–ছিনামোড় পঞ্চায়েতের অন্তর্গত আটিসাড়া গ্রামে শাকির আলীর বাড়ি থেকে জারুলতলা পর্যন্ত নতুন ঢালাই রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
এই রাস্তার উদ্বোধন করেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। দীর্ঘদিন ধরে বেহাল ও কাঁচা রাস্তার কারণে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকাবাসী। বর্ষাকালে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠত বলে স্থানীয়দের অভিযোগ ছিল।
নতুন এই ঢালাই রাস্তা নির্মিত হলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকর্মে গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর মতে, এই রাস্তা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।




