সিপিএমের ‘বাংলা বাঁচাও’ পদযাত্রা তারকেশ্বরে
সাহেব দাস, তারকেশ্বর, হুগলী : তারকেশ্বরে সিপিএমের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘বাংলা বাঁচাও’ পদযাত্রা। আজ তারকেশ্বরের সিপিএমের এক ও দুই নম্বর এরিয়া কমিটির ডাকে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকার সিপিআইএম জোনাল পার্টি অফিস থেকে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা স্নেহাশিস রায়, মুকুল ঘোষ, তন্ময় জানা, সুভাষ পাল, সৌরভ গাঙ্গুলী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
মিছিলে একাধিক দাবিকে সামনে রেখে কর্মীরা পথে নামেন। এসআইআর-এর মধ্যে দিয়ে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ, ১০০ দিনের কাজ পুনরায় চালু, কৃষকদের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, জল–জমি–জঙ্গল রক্ষা এবং শ্রমজীবী মানুষের শ্রমকোড বাতিলের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
পদযাত্রা শেষে সিপিএম নেতা সুভাষ পাল ও স্নেহাশিস রায় বলেন, রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন প্রয়োজন। তাঁদের বক্তব্যে উঠে আসে গণতন্ত্র, ভোটাধিকার ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার আহ্বান।



