উৎকোচে প্রশাসনের মুখ বন্ধ করে গাছ কাটল বিলা? উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনারোড :- গাছ কেটে বিতর্কে বিলা কলোনীর পূজা কমিটি, উৎকোচ তত্ত্বে মুখবন্ধ প্রশাসনেরও? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে চন্দ্রকোনা রোডের অন্দরে।
সরকারিভাবে অনুমতি মিলেছিল গাছের ডাল ছাঁটার করার। সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে বিলা কলোনির দুর্গাপূজা কমিটির তরফে গাছটিকে ১০০ শতাংশ পল্লব মুক্ত করা হলো।
এই ঘটনার পরে এলাকায় শুরু হলো চাঞ্চল্য। স্থানীয় এলাকার বেশ কিছু নাগরিকের তরফে প্রতিবাদ জানিয়ে প্রশাসনিক দপ্তরে ফোন করা হলেও কোন পদক্ষেপ হয়নি, যা নিয়ে এলাকায় ক্ষোভ দানা বেঁধেছে।
পূজা কমিটির তরফে জানানো হয়েছে গাছটির জন্য দূর থেকে প্যান্ডেল টি দেখা যাচ্ছিল না। সেই কারণেই সেঁটে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে, গাছ আরো গজিয়ে যাবে এবং সেই সাথে আগামী এক মাসে আরও নতুন ১০০ গাছ লাগানো হবে বিলা কলোনীতে।