শেষদিনেও জনজোয়ারে বিশ্ব ইজতেমা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠে মন্ত্রী বেচারাম মান্না
বিশ্ব ইজতেমার শেষদিনেও জনজোয়ার, নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না
নিজস্ব সংবাদদাতা | পুঁইনান, হুগলি
বিশ্ব তবলীগি ইজতেমার শেষ দিনেও রীতিমতো জনজোয়ারে পরিণত হয়েছে হুগলি জেলার পুঁইনান এলাকা। শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে।

মানুষের এই বিপুল সমাগমকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হয় প্রশাসনের তরফে।
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইজতেমার শেষ দিনে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বেচারাম মান্না জানান, ইজতেমা শেষে যাতে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ নিরাপদে নিজের বাড়ি ফিরতে পারেন, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল ডিফেন্স, স্বাস্থ্য দপ্তর ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর মধ্যে সমন্বয় রেখে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ইজতেমার শেষ দিনে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণ, যানজট এড়ানো এবং জরুরি পরিষেবার উপর। আশপাশের রাস্তা ও রেল স্টেশনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স পরিষেবাও প্রস্তুত রাখা হয়েছিল।
প্রশাসন সূত্রে খবর, শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিশ্ব তবলীগি ইজতেমা সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের তৎপরতা ও প্রশাসনিক প্রস্তুতির ফলে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
ইজতেমা উপলক্ষে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বহু ধর্মপ্রাণ মানুষ। শেষ দিনে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা এলাকা।







