সানশাইন হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস
ডানকুনি | নিজস্ব সংবাদদাতা:
ডানকুনির সানশাইন হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন বেলুনে সাজানো মঞ্চ ও আনন্দঘন আবহে সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে জমে ওঠে উৎসবের আমেজ।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পরিবেশ কর্মী শেখ মাবুদ।

এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ, আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন দৌড়, খেলাধুলা ও নানান ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা চলাকালীন ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা। মাঠ জুড়ে করতালি ও উৎসাহের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয় ঘটাতেই প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনভর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল। অনুষ্ঠানে সাংবাদিকদেরকেও সম্মানিত করা হয়।






