সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চরম উত্তেজনা
শ্রীরামপুর | সিঙ্গুর টিভি নিউজ ওয়েবডেস্ক:
সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রসূতি মহিলার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের কোনও তথ্য না দেওয়ার অভিযোগে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
জানা গিয়েছে, রিষড়া ১১ নম্বর রেল গেট এলাকার বাঙুর পার্ক ২ নম্বর রেল গেটের বাসিন্দা রীনা দেবী গত ৯ তারিখ রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন। ওই রাতেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। তবে অভিযোগ, জন্মের কিছুক্ষণের মধ্যেই সদ্যজাত শিশুর মৃত্যু হয়। শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরদিন বিকেলে।
পরিবারের অভিযোগ, শিশুর মৃত্যুর পরেও দীর্ঘ সময় ধরে প্রসূতি মহিলার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। এতে ক্ষোভ আরও বাড়ে। তাঁদের দাবি, সময়মতো সিজার করা হলে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও দীর্ঘক্ষণ নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে উপযুক্ত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।




