বাবা মায়ের আস্থা রক্ষা করলো তারকেশ্বর থানার পুলিশ
সিঙ্গুর টিভি নিউজ ওয়েভডেস্ক : বৃহস্পতিবার তথা ১৩ নভেম্বর ২০২৫, অর্থাৎ শিশুদিবসের আগের দিন রাত্রে সন্তোষপুর নিবাসী মানিকচন্দ্র কোদালি তিনি তারকেশ্বর থানায় এসে জানান যে তার মেয়ে সন্ধ্যার সময় টিউশন পড়তে বের হয় এবং সেখান থেকে নারায়ণপুর রাস মেলায় মেলা দেখতে যায়।

মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজখবর করে উনারা জানতে পারেন মেয়ের ফোনটি রাম নারায়নপুর রাস মেলার মাঠের কাছে খুঁজে পাওয়া গেছে। তারা প্রচুর উৎকণ্টার মধ্যে ছিলেন। দেরি না করে রাত্রেই তারা তারকেশ্বর থানা শরণাপন্ন হন। এরপর তারকেশ্বর থানা মিসিং ডায়েরি করে দ্রুততার সাথে খোঁজ খবর শুরু করে এবং আশপাশের সমস্ত ধরনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।
এরপর মেয়েটিকে তারকেশ্বর থানার পুলিশ ২ ঘণ্টার মধ্যেই তার মেয়েকে খুঁজে এনে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাদের হাতে তুলে দেয়। এর জন্য তারা তারকেশ্বর থানা কে ধন্যবাদ যাপন করেছেন।ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই তারকেশ্বর থানা দ্রুততার সাথে তার মেয়েকে খুঁজে তার হাতে ফিরিয়ে দিয়েছে এর জন্য উনারা তারকেশ্বর থানা কে ধন্যবাদ জানিয়েছেন।


